25 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeইচ্ছেঘুরিঅগ্নীশীখা -(শেখ সিফাত)

অগ্নীশীখা -(শেখ সিফাত)

● ধরা নিস্তব্ধ,
হয়েছিতো অামি মুক্ত।
পেয়েছি ফুরসত,
বসাব অাদালত।
করে দিব সব স্তব্ধ,
থাকবেনা শব্দ।
● অামি নিরহংকারি এক বালক,
পড়েছে পায়ের শ্লোক।
করে দিব চুরমার,
যতসব জালিমের বাধ।
অামি উঠিয়াছি প্রতিবাদের উনুন হয়ে,
জগিয়াছি তীব্র প্রশ্বাস লয়ে।
ভেঙে দিতে জুলুমের নীড়।
● অামি নিস্তব্ধ পৃথিবীতে ভূমিষ্ট হওয়া বালক,
জ্বালতে প্রতিবাদের ঝলক,
হয়ে উঠিয়াছি অগ্নীকান্ডের ফলক।
অামি উদীয়মান সূর্যের জ্যোতি,
করতে অাসিনি কারো ক্ষতি,
জ্বালতে এসেছি জ্ঞানের বাতি।
● অামিতো তাহাদের অনুসারী,
করিয়াছে যাহা পূর্বসূরী।
ইতিহাস সামনে রেখে,
চলিতেছি বিদ্যুত বেগে।
হব নাকো অাজ নিঃশব্দ,
যদিও ঘটে বিঘ্ন।
● করে দিব সব ধ্বংস,
যতই হোক হিংস্র,
জালিমের বংশ।
হবে অাজ সাইক্লোন,
জ্বালবো অগ্নিকানন,
ডেকে অামি অানব মরন।
● অামি জাগিয়াছি মরন লয়ে,
উঠিয়াছি অগ্নি ঝলক হয়ে।
জ্বালিয়ে দিতে হাম্মামখানা,
যাদি অাজ না চায় পানাহ।
ছাই হয়ে বেবিলন,
না হয় হবে অগ্নিকানন।
● চালাব শমশের,
হবে নাকো হেরফের
পাবে নাকো দীক্ষা,
যদিও করে প্রতীক্ষা
হ্যা,
অামি অাজ অগ্নীশীখা।

Most Popular

Recent Comments