12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজয়পুরহাটঅনলাইন পোর্টাল কাসকি মাছের মত ভরে গেছে - ড. সাজ্জাদ হোসেন চিশতী

অনলাইন পোর্টাল কাসকি মাছের মত ভরে গেছে – ড. সাজ্জাদ হোসেন চিশতী

  • মাহফুজুর রহমানঃ

আজ এমন একটা জায়গায় গণমাধ্যম দাঁড়িয়েছে, অসংখ্যক অগুণিত অনলাইন পোর্টাল ও আইপি টিভি গুনে শেষ করা যাবে না, কাসকি মাছের মত ভরে গেছে। বিশ^ মুক্ত গণমাধ্যম দিবসে জয়পুরহাট সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর উদ্দ্যোগে ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসাবে এসব কথা বললেন দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস টাইমের উপ-সম্পাদক ড. সাজ্জাদ হোসেন চিশতী।

সোমবার রাত সাড়ে ১০টায় ঘন্টাব্যাপি অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বর্তমান গণমাধ্যমের সার্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ভার্চুয়াল মিটিংয়ে জয়পুরহাট সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর সভাপতি শেখর মজুমদারের সভাপতিত্বে মহাসচিব রেজাউল করিম রেজা সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেইউজে’র দফতর সম্পাদক মাহফুজার রহমান, প্রচার সম্পাদক ও মানবাধিকার কর্মী এ্যাড. আরাফাত হোসেন মুন। অনলাইনে যুক্ত হয়েছিলেন জয়পুরহাট টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল আলিম মন্ডল।

এছাড়া অন্য বক্তরা মফস্বলে সাংবাদিকতা, সমস্যা ও নানা প্রতিবন্ধকতা নিয়ে ব্যাপক আলোচনা করে।

Most Popular

Recent Comments