পিরোজপুর সংবাদদাতাঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে সালাতুল ইস্তেস্কা (বৃষ্টি প্রার্থনার) নামাজ আদায় করা হয়েছে। রবিবার (২’রা মে ) সকালে ভান্ডারিয়া পৌর শহরের মিরাবাড়ি বাজার-সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে মুসল্লিরা এ নামাজ আদায় করেন।
নামাজ শেষে মহামারি করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির প্রার্থনায় আয়োজিত বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মিরাবাড়ি সৈয়দ আল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল জলিল।
অংশগ্রহণকারীরা জানান, বৈশাখ মাস প্রায় শেষের দিকে অথচ বৃষ্টির দেখা নেই। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় করা হয়।
তারা আরও জানান, আল্লাহ সৃষ্টির কল্যাণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কোরআনের অনেক জায়গায় আসমান থেকে পানি বর্ষণের কথা উল্লেখ আছে। বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য রিজিকের ফয়সালা করেন।