26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়অনিয়ম-দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে অটল: কাদের

অনিয়ম-দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে অটল: কাদের

শুধু স্বাস্থ্যখাত নয়, যে কোন খাতের অনিয়ম-দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অপরাধীর দলীয় পরিচয় যাই হোক কিংবা সে যত ক্ষমতাবানই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। সাধারণ ও উচ্চবিত্ত রোগীর মধ্যে কোন বাছ-বিচার না করে সবাইকে সমান সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। এমন সংকটময় পরিস্থিতিতে সরকার এমন চর্চা নিরুৎসাহিত করে। দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Most Popular

Recent Comments