26.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeজাতীয়অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

দেশের স্বাস্থ্যখাতে নানা অনিয়ম আর বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব।

এরআগে, মহাপরিচালকের দায়িত্ব পাবার পর তার মেয়াদ শেষ হয়ে গেলেও তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে তার দায়িত্বহীনতা নেয় প্রশ্ন উঠতে থাকে সরকারের নানা মহলে। প্রকাশ হতে থাকে স্বাস্থ খাতে একের পর এক অনিয়ম ও দুর্নীতির তথ্য। এরমধ্যেই শেষ পর্যন্ত পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

Most Popular

Recent Comments