23.1 C
Bangladesh
Thursday, November 14, 2024
spot_imgspot_img
Homeকবিতাঅভিসারিকা-এ এইচ এম ইমরানুর রহমান

অভিসারিকা-এ এইচ এম ইমরানুর রহমান

ঘনপল্লবে ছেয়ে গেছে বনবীথিকা,
ভরা যৌবনা সরসা কুসুমমালিকা,
শ্যামসুন্দর চির মনোহরা ক্ষিতিবালিকা,
ফুল্লপ্রসূন কলিকা।
আয় তোরা দলে দলে নিপবনে মনোহারিকা,
দেখ অম্বরে বাজে ঘনঘন মেঘ সারিকা,
এমনদিনে থেকোনা গো গৃহে বালিকা
ওগো অপ্সরা অভিসারিকা।

কুন্তলে বাঁধো সযতনে লাল নলিনী,
কণ্ঠে ঝুলাও কুসুমের মালা
প্রিয়তমা হেমামালিনী।
উপবনে বাজে মুখরিত গান সুরেলা,
যূথিমঞ্জরী কাঁপে মাতাল হাওয়ায় এবেলা।
পিকদম্পতি নাচে উল্লাসে তরু শিখরে
প্রেমরাগে ভাসে হংসমিথুন
তপোবনে কেকা কুহরে।

এমন মধুর দিনে রেখোনা চাপিয়া অনুরাগ,
প্রিয়নাম জপে প্রকাশো আজিকে
উপচিত যত ভাবাবেগ।
তোমারে দেখিয়া লুকিয়েছে চাঁদ
শশীহীনা হল রজনী,
বিধু নেই তবু দ্যুতিময় আজ
অমানিশাঘোর যামিনী।

তোমাকে দেখিয়া নয়নের তৃষা মিটেনা গো সুরললনা,
যত দেখি তবু আরো সাধ জাগে
ওগো কিন্নরী মৃগনয়না।
তব অনুরাগে বিহ্বল মোর প্রেমলোভাতুর চিত্ত,
মহাকোলাহলে পিঞ্জরমাঝে প্রাণপাখি করে নৃত্য।
আজি ঘনপল্লবে ছেয়েছে হৃদয়বীথিকা,
এসো তুমি হেথা পদ্মচরণে ললিতা নবিনা পথিকা,
ওগো প্রিয়তমা অভিসারিকা।

Most Popular

Recent Comments