মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি,নওগাঁঃ
বাংলাদেশ,ভারত,ভূটান,নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে অল্পসময়ের মধ্যেই মিষ্টি কন্ঠস্বরে অসাধারণ ভাবে কোরআন হাদিসের বক্তব্য দিয়ে বাংলা ভাষাভাষী কোটি মানুষের কাছে পরিচিতি এবং ভালোবাসা অর্জন করেছেন নওগাঁর কৃতি সন্তান তরুণ ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা রেজাউল করিম নওগাঁ ।
বর্তমানে তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোবরচাঁপাহাট আ, হা,সি,দাখিল মাদ্রাসার সুপার ও বাংলাদেশ সরকারের শিক্ষা সেক্টরের এমপিও পদে লেকচারার এরাবিক হিসেবে ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া সিনিয়র মাদ্রাসায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত।
শিক্ষা জীবনে তিনি দাখিল,আলিম,ফাজিল(বি,এ)এবং ডাবল টাইটেল (এম,এ)মাস্টার্স সকল পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেনী অর্জন করেন।
তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবাংলা(কলকাতা), আসাম,ত্রিপুরা,নাগাল্যান্ড, উড়িষ্যা,বিহার,ঝাড়খন্ড
রাজ্যে এবং ভুটান ও নেপালে ইসলামী ওয়াজ মাহফিলের বক্তব্য প্রদান করেন।
তার ইউটিউব চ্যানেল Mawlana Rejaul Karim Noagaon এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তার বক্তব্য তুলে ধরে ভবিষ্যত প্রজন্মকে জঙ্গিবাদ,অপসংস্কৃতি,নেশা ও খারাপ দিক থেকে টেনে এনে ইসলামের সুশীতল ছাঁয়ায় জায়গা করে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন।
ইউটিউবে বর্তমানে তার দর্শক সংখ্যা প্রায় লক্ষাধিক ।
ওয়াজ মাহফিলের পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনে ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বর্তমানে তরুণ যুবক যুবতীদের কাছে তার ওয়াজ মাহফিল গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে সারাটি জীবন ইসলামের খেদমত করে জীবন পাড়ি দিতে পারেন।