শিরোপা জিততে অবশ্য এইদিন মাঠে নামতে হয়নি লিভারপুলকে।দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লীগ শিরোপা জিতেছে লিভারপুল।দলের এমন অবিস্মরণীয় সাফল্য চোখে অশ্রু নিয়ে এসেছে ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপের চোখে।চেলসির মাঠে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পরাজয় সাত ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেছে লিভারপুলের শিরোপাজয়।
সর্বশেষ ১৯৮৯-৯০ মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের মুকুট জিতেছিল লিভারপুল। ক্লপ ও লিভারপুলের খেলোয়াড়রা শিরোপা উদযাপন করেছেন হোটেলে বসে। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অনুভূতি জানাতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি ক্লপ।
“আমি অভিভূত, কখনই ভাবতে পারিনি, এটির অনুভূতি এরকম। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা অবিশ্বাস্য, যতটা সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি কিছু।”
“এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হতে পারা সত্যিই অবিশ্বাস্য। এটা কেনির (ডালগ্লিশ) জন্য, স্টিভের (স্টিভেন জেরার্ড) জন্য, এটা সবার জন্য।”