26.2 C
Bangladesh
Wednesday, November 13, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটআইপিএলের প্রভাবে পেছাল ইংল্যান্ড-ভারত সিরিজ

আইপিএলের প্রভাবে পেছাল ইংল্যান্ড-ভারত সিরিজ

এক আইপিএল আয়োজনের জন্য পুরো ক্রিকেট বিশ্ব উলটে পালটে দিয়েছে ভারত। ক্রিকেট কূটনীতিতে সবাইকে হারিয়ে পিছিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর টুর্নামেন্টে বিশ্বের নামিদামি সব ক্রিকেটারকে পেতে স্থগিত করা হয়েছে একের পর এক সিরিজ। এবার নিজেদের একটি দ্বিপাক্ষিক সিরিজও পেছাল তারা।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের মাটিতে একটি সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। তবে একই সময়ে আইপিএল আয়োজন করায় এবার সিরিজটি পিছিয়ে দেয়া হয়েছে। দুই দেশের বোর্ডের পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটি খেলার কথা ছিল দুই দেশের। আর আইপিএল আয়োজনের কথা ছিল বছরের শুরুতে। করোনায় পেছাতে পেছাতে শেষপর্যন্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। শেষ হবে ১০ নভেম্বর। ফলে এই সময়ে সাংঘর্ষিক হওয়ায় দুই বোর্ডই সরে এসেছে সিরিজ খেলার সিদ্ধান্ত থেকে।

বিজ্ঞপ্তিতে ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছি এবং আমরা উভয়পক্ষ চেষ্টা করবো নিজেদের সূচী মিলিয়ে পরবর্তীতে সিরিজটি খেলতে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ ইসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুই পক্ষই বিষয়টি বেশ সুন্দরভাবে সমাধান করতে পেরেছে সেজন্যে আমরা কৃতজ্ঞ। ইসিবিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রস্তাব মেনে নেয়ায়।
স্থগিত হওয়া সিরিজটি আগামী বছরের শুরুতে আয়োজন করা হবে। তবে এবারের সিরিজে কেবল সীমিত ওভারের ক্রিকেট খেলার কথা থাকলেও, আগামী বছরের শুরুতে সেই সিরিজে টেস্টও যুক্ত করতে চায় ইসিবি।

সূত্, -সময় নিউজ

Most Popular

Recent Comments