14.7 C
Bangladesh
Friday, January 24, 2025
spot_imgspot_img
Homeইউনিয় নির্বাচনআগামীকাল আলোচিত মহিপুর ইউপি নির্বাচন;সকল প্রস্তুতি সম্পন্ন।

আগামীকাল আলোচিত মহিপুর ইউপি নির্বাচন;সকল প্রস্তুতি সম্পন্ন।

কুয়াকাটা কলাপাড়া সংবাদদাতা ঃ কলাপাড়া উপজেলার আলোচিত মহিপির সদর ইউনিয়ন নিবার্চন আগামীকাল ২০ অক্টোবর। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ৯ টি ওয়ার্ডে ২১৫ জন পুলিশ, ১৫৩ জন আনসার, এক প্লাটুন বিজিবি সহ ২টি র্যাব এর টিম নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে আইনশৃংখলা দায়িত্বে থাকা এসব সদস্যদের নিয়ে আজ সকালে ব্রিফিং করেছেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মইনুল ইসলাম। এ সময় তিনি বলেছেন ভোটারদের ভোট প্রয়োগ ও আইনশৃংখলা পরিস্থতি শতভাগ নিশ্চিত করতে প্রতিটা সদস্য কাজ করবে। কোনো রকম গাফেলতি দেখা গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ রশিদ জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী ২ জন, সাধারন আসনে ৩৪ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন অংশ নিচ্ছে। আগামীকাল সকাল থেকে ভোট গ্রহনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Most Popular

Recent Comments