26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতআগৈলঝাড়ার রাংতায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চার, থানায় মামলা দায়ের।

আগৈলঝাড়ার রাংতায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চার, থানায় মামলা দায়ের।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ারার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের জনৈক ফিরোজ হোসেন ঘরামির সাথে প্রতিপক্ষ শহীদ বেপারী,জুয়েল বেপারীর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ফিরোজ হোসেন ঘরামি বাদী হয়ে আদালতে ১৪৪/১৪৫ জারি করে মামলা দায়ের করে ১৪৪/১৪৫ জারিকৃত জমিতে প্রতিপক্ষ
শহীদ বেপারী,জুয়েল বেপারীগংরা জোর করে দখল নিতে আসলে এই মারামারির সুত্রপাত হয়েছে বলে এলাকা বাসি সাংবাদিক দের জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক বীর মুক্তিযোদ্ধা জানান ফিরোজের বাড়ির উপর দিয়ে যাওয়া রাস্তা প্রশস্ত করে নেওয়ার জন্য গাছ কাটতে গিয়ে ফিরোজের অনুমতি না নিয়ে গাছ কাটাকে কেন্দ্র করে কিছু কথা কাটাকাটি হয়।
এ ব্যাপারে ফিরোজ প্রতিবাদ করতে গেলে শহীদ বেপারী (৪৫) , জুয়েল বেপারী, গং অতর্কিত হামলা করে। এ সময় তাকে বাঁচাতে ফিরোজ ঘরামির মা রানী বেগম স্ত্রী পলি বেগম ও ভাবি রিনা বেগম আসলে তাদের উপরও দেশীয় অস্ত্রসহ হামলা করে। হামলায় দেশীয় অস্ত্র (দা)
দিয়ে রানী বেগম এর মাথার উপর কোপ দিলে মাথায় গুরুতর জখম হয় এবং জ্ঞান হারিয়ে ফেলে, ফিরোজ ঘরামির একই অবস্থা তার মুখমন্ডলে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। মুমূর্ষ অবস্থায় ফিরোজ ঘরামি তার মা রানী বেগম স্ত্রী পলি বেগম ভাবি রিনা বেগম এই চারজনকে গুরুতর আহত অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি সহ এলাকার লোকজন মিলে ভর্তি করি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় চারজনেই মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে আছেন।

আহত পলি বেগম বলেন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামীর উপর অতর্কিত হামলা চালায় তাকে বাঁচাতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও বলেন একটি রাস্তা নেওয়া কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। উক্ত জাগা জমির ব্যাপারে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি ১৪৪/১৪৫ ধারায়এমপি মামলা করা হয়েছে যার নম্বর৪৭/২০২১ এ ব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম বলেন এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেফতারের জন্যে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছেন।

Most Popular

Recent Comments