26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedআগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা...

আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে হত্যা, ক্যু ষড়যন্ত্রের সূচনা করেছে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসরা। আর এদের প্রেতাত্বা জামাত বিএনপি জোট আজকে নির্বাচনকে এবং গণতন্ত্রকে ভয় পেযে়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেষ্টা করছে, সে আসা এদেশে স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগন কোন দিনও সফল হতে দিবেনা। ১২ আগস্ট শনিবার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও এফবিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আসিক আব্দুল্লাহ,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ লিটন সেরনিয়াবাত,
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজর সাবেক অধ্যাপক এস এম হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বীর মুক্তিযোদ্ধা বক্তিয়ার হোসেন শিকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাশ, বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরআলম সেরনিয়াবাত,
উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার,
যুগ্ম সাধারণ সম্পাদক ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত (আজাদ),সাধারণ সম্পাদক মোঃ শহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত ফয়জুল, উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ মতিউর রহমান হাওলাদার, মোঃ ছিদ্দিকুর রহমান মৃধা,মোঃ মফিজুর রহমান ফকির, কাজী ইদ্রিস, কাজী সুরুজ, রাজিহার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ ফখরুল ইসলাম মামুন, রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্ত, সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়াড মেম্বার রাশেদুল ইসলাম খায়ের,৪ নং ওয়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ওয়াড মেম্বার মোঃ হাবুল ঘরামী,মোঃ সেলিম মোল্লা,সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরো বলেন, বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী পাবেন তবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পাবেন না,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে কাঙ্খিত অগ্রগতি অর্জন করেছেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন।স্বপ্নের পদ্মাসেতু চালু হয়েছে। ১৩ লক্ষ গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ফলে ৫০ লক্ষ দরিদ্র মানুষের ভাগ্য বদলে গেছে।প্রতিটি গ্রামে গঞ্জে কমিউনিটি ক্লিনিক করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করা হয়েছে।মুক্তিযোদ্ধাদের ভাতা প্রতিমাসে ২০ হাজার করা হয়েছে।বিনামূল্যে বই বিতরণ করেছেন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করেছেন।ঢাকায় মেট্রো রেল চালু করেছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। খাদ্য খাটতি দুর করেছেন। জনগণের মৌলিক চাহিদা পূরণ করেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

Most Popular

Recent Comments