16.4 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
HomeUncategorizedআগৈলঝাড়ার বাশাইল গ্রামে পানিতে পরে শিশুর মৃত্যু।

আগৈলঝাড়ার বাশাইল গ্রামে পানিতে পরে শিশুর মৃত্যু।

শফিকুল ইসলাম(এম এ)স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ার বাশাইল গ্রামে পানিতে পরে শিশুর মৃত্যু হয়েছে।

অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বড় বাশাইল নিবাসি মোঃতমালহোসেনমোল্লা’র একমাত্র ছেলে ও জনাব শোভন রহমান মনির মোল্লা-এর ভাতিজা মোঃমুছামোল্লা’ বয়স এক বছর দশ মাস বুধবার ২৩/০৬/২০২০ খ্রীঃ বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় বাড়ির পিছনে ডোবার পানিতে ডুবে মারা যায়।

ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন।

আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদেরকে ধর্য্য ধরার তওফিক দান করেন আমিন।

Most Popular

Recent Comments