25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeমাদকআগৈলঝাড়ায় ইয়াবা ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের বুলু ফকিরের ছেলে সবুজ ফকির ও একই গ্রামের সামচুল হকের ছেলে মাদক ব্যবসায়ী সাইরুল ইসলাম রনিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে মধ্যবাকাল থেকে এসআই সুশান্ত কুমার গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০পিচ ইয়াবা ও ২শত গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে। এসআই সুশান্ত কুমার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১১(২০-৮-২০২০)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার বলেন, মাদক বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

Most Popular

Recent Comments