28.5 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতআগৈলঝাড়ায় খাস জায়গা দখল করে পাকা ভবন পুনরায় নির্মানের চেষ্টা।

আগৈলঝাড়ায় খাস জায়গা দখল করে পাকা ভবন পুনরায় নির্মানের চেষ্টা।

শফিকুল ইসলাম(এম এ)স্টাফ রিপোর্টারঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে সরকারি জায়গায় রাতের আঁধারে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আগৈলঝাড়া বাজারের সরকারি খাল দখল করে বিগত দিনে প্রশাসন কর্তৃক দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করার পরেও বৃহস্পতিবার পুনরায় রাতের আধারে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করছে ওই দোকান ঘর মালিক গৌরনদী উপজেলার টরকীর কসবা গ্রামের মোবারেক সরদার। গত তিন বছর পূর্বে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগে সাবেক ইউএনও বিপুল চন্দ্র দাস দোকন ঘরের নির্মান কাজ বন্ধ করে দেয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোবারেক সরদার উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় ওই দোকান ঘর নির্মান কাজ শুরু করেছেন। আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, সরকারি জায়গায় দোকান ঘর নির্মানের ব্যাপারে আমার জানা নেই। আমি দেখে ব্যবস্থা নেবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, বাজারের মধ্যে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের খবর আমার জানা নেই। তবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Most Popular

Recent Comments