21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeজন দূর্ভোগআগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেছে গ্যারেজ মিস্ত্রি।

আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেছে গ্যারেজ মিস্ত্রি।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের
আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক গ্যারেজ মিস্ত্রী।
গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র মতে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অতুল হালদারের ছেলে প্রশান্ত হালদার (৫৩) ত্রিমুখি বাজারে নিজের গ্যারেজে সাইকেল-রিক্সার মেরামতের কাজ করতেন।
মঙ্গলবার দুপুরে জনৈক ভ্যান চালক তার ভাঙ্গা ভ্যান ঝালাই করতে প্রশান্তর গ্যারেজে আসলে প্রশান্ত গ্যাস ঝালাই দিতে গেলে আসস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

সিলিন্ডার বিস্ফোরণে প্রশান্তর মুখমন্ডল, দুই হাত ঝলসে যায়। বিস্ফোরণের শব্দে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে প্রশান্তকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ এর বরাত দিয়ে হাসপাতালের কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগী ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিস্থিতি দেখে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

Click & Book Now.

Most Popular

Recent Comments