25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসংবর্ধনাআগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা।

আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে ১০ নবেম্বর মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমকে বরণ ও বদলি জনিত কারনে বর্তমান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া প্রেসকাব আহবায়ক কে,এম আজাদ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সভায় আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সহ সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ প্রমুখ। পরে নবাগত নির্বাহী কর্মকর্তাকে মোঃ আবুল হাশেম ও বদলি জনিত কারনে নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

Most Popular

Recent Comments