15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতধর্ষনআগৈলঝাড়ায় বিয়ের প্রলােভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ। ধর্ষক গ্রেফতার।

আগৈলঝাড়ায় বিয়ের প্রলােভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ। ধর্ষক গ্রেফতার।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের প্রলােভন দিয়ে এক কিশারীকে ধর্ষণের অভিযােগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্র জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের আ.খালেক মােল্লার ছেলে ছাবির হােসেন মােল্লা উত্তর শিহিপাশা গ্রামের এক কিশারীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেমের প্রস্তাবে রাজি হলে গত ২০ নভেম্বর রাত ৮টায় ওই কিশারী মেয়েকে পাশের আনু মােল্লার বাড়িতে মােবাইল ফােনে ডেকে নেয় ছাবির হােসেন মােল্লা। রাতে ওই বাড়িতে গেলে প্রেমিক ছাবির ওই কিশারীকে বিয়ের প্রস্তাব দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করেন। এ ঘটনা এলাকায় জানাজানির পর তাকে বিয়ের জন্য বলা হয়। বিয়েতে ছাবির হােসেন মােল্লা রাজি না হওয়ায় শুক্রবার রাতে ধর্ষিতা কিশারীর পিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নিযার্তন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরে শুক্রবার রাতেই এসআই সুশান্ত কুমার অভিযান চালিয়ে ধর্ষক ছাবির হােসেন মােল্লাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গতকাল শনিবার সকালে ধর্ষককে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ধর্ষিতা কিশারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকতা এসআই সুশান্ত কুমার জানান, দীর্ঘদিন ধরে ওই কিশারীকে ধর্ষক ছাবির প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেমের প্রস্তাবে রাজি হলে ওই কিশারীকে পাশের এক বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলােভন দিয়ে জােরপূর্বক ধর্ষন করে ছাবির। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ধর্ষককে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

Most Popular

Recent Comments