19.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeজাতীয়আগৈলঝাড়ায় বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা...

আগৈলঝাড়ায় বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে অনাকাঙ্খিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান কর্তৃক ক্ষমা প্রার্থণা।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে ভর পুর সভায় অনাকাঙ্খিত মন্তব্য করে চরম বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছেন রাজিহার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তালুকদার। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত প্রকাশ্য সভায় হাত জোর করে ক্ষমা চাইলেন ওই চেয়ারম্যান।

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ভর সভায় আপত্তিকর মন্তব্য করায় চরম বিতর্কের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা।
ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় সোমবার সকালে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে গতকাল সোমবার সকালে পূর্ব নির্ধারিত উপজেলা প্রশাসনের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সভা শুরু হয়। সভায় বক্তব্য দিতে গিয়ে রাজিহার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস তালুকদার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে অনভিপ্রেত বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক লিটন আবদুল্লাহ তাৎক্ষনিক চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের বক্তব্যর বিরোধিতা করেন। সভায় উত্তপ্ত বাক্য বিনিময়ে দেখা দেয় চরম বিতর্ক। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডে দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও সভার সভাপতি মোঃ আবুল হাশেম চেয়ারম্যানকে নিবৃত করতে ব্যর্থ হন। পরে সভার প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সভায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও ভাতা নিয়ে কটাক্ষ করে কথা বলার চরম বিরোধীতা করে প্রায় ঘন্টা ব্যাপি বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যানদের তুলোধুনো করে বক্তব্য রাখেন। এক পর্যায়ে সভায় অন্যান্য উপস্থিতি ইউপি চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার দাবি জানালে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার প্রকাশ্য সভায় তার বক্তব্য পরিহার করে ক্ষমা প্রার্থণা করেন। সভায় মহান বিজয় দিবস উদযাপনে করোনা মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রশাসন আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রিন্স, অধ্যক্ষ সরদার আকবর আলী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন অধিকারী, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, প্রকৌশলী রাজকুমার গাইন, ইউপি চেয়ারম্যান বিপুল দাশ, শফিকুল হোসেন টিটু, গোলাম মোস্তফা সরদার,প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান তার দেয়া অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ায় সভায় তাদের বক্তব্য প্রত্যাহার করে নেয়া হয়েছে।

Most Popular

Recent Comments