17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়আগৈলঝাড়ায় শো’ক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা।

আগৈলঝাড়ায় শো’ক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যেগে ১৫ আগষ্ট জাতীয় শো’ক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান মুক্তিযো’দ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে জাতীয় শো’ক দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানা ওসি (তদ’ন্ত) মোঃ মাজারুল ইসলাম, উপজেলা হাসপাতালের ডাক্তার আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, মুক্তিযো’দ্ধা লিয়াকত আলী হাওলাদার, প্রেসক্লাব আহবায়ক কেএম আজাদ রহমান, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
গোলাম সরোয়ার, সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলা চেয়ারম্যান মুক্তিযো’দ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, করোনার মধ্যেও উপজেলা প্রশাসন থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল ধরনের অনুষ্ঠান পালন করা হবে।
মুজিববর্ষে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ন। ১৫ আগষ্ট জাতীয় শো’ক দিবস উপলক্ষে সকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, পরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পমাল্য অর্পন। পরে শোক র‌্যালী ও আলোচনা সভাসহ সকল ধরনের অনুষ্ঠান করা হবে।

Most Popular

Recent Comments