25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅনুষ্ঠানআগৈলঝাড়ায় ৩০ কুরআনের হাফেজকে পাগড়ী ও উপহার সমগ্রী প্রদান।

আগৈলঝাড়ায় ৩০ কুরআনের হাফেজকে পাগড়ী ও উপহার সমগ্রী প্রদান।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মারকায মাদ্রাসার ৩০ জন পবিত্র কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান করা হয়েছে।

এ সময় তাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলার আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মারকায মাদ্রাসা কমপ্লেক্সে বাদ যোহর মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব মো. জুবায়ের হোসাইন এর সভাপতিত্বে নতুন পবিত্র কোরআনে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেওয়াসহ, বিভিন্ন উপহার সামগ্রী ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআনে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেন মাদারীপুর সুন্নতী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল বারীসহ অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যগন।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, মাদ্রাসার শিক্ষক মুফতি রফিকুল ইসলাম, মুফতি আবু হাসান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা হেদায়েত উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআনে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেওয়া ও ২০২০-২১ শিক্ষাবর্ষের হাফেজ ও মুমতাজ (ষ্টার্ন) প্রাপ্ত ছাত্রদের পুরস্কার বিতরণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী।

এসময় বক্তারা বলেন, পবিত্র কোরআন আল্লাহর বাণী। প্রত্যেক মুসলমানকেই কোরআন শিখতে হবে। সলাত পড়তে হবে। কোরআনের দেখানো পথে সকলকে চলতে হবে।

Most Popular

Recent Comments