শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদ পেয়ে পয়সার হাটে অভিযান চালালে বিপুল পরিমাণ কারেন্ট জাল সহ এক জনকে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু আটক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করে। পরে জব্দকৃত প্রায় দুই লক্ষ মিটার অবৈধ চায়না জাল যার মৃল্য আনুমানিক চার লক্ষ টাকা উপজেলা চত্তরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনুর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সদস্য আল আমিন। এলাকা বাসি জানান পয়সা হাটের সেক্রেটারী ফিরজ শিকদার টাকার বিনিময়ে অবৈধ কারেন্ট জাল বেচাকেনা করতে সহায়তা করেন। ফিরজ শিকদারকে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।