17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়আগৈলঝড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট "রিবা" যে কোনো বিপদে মুহুর্তেই এগিয়ে আসেন।

আগৈলঝড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট “রিবা” যে কোনো বিপদে মুহুর্তেই এগিয়ে আসেন।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের কাতার প্রবাসি ইব্রাহীম সদরদারের ছেলে, কলেজ শিক্ষার্থী ইরান সরদার রোবট তৈরি করে তাক লাগালেন, দেখতে ড়ির জমান প্রতিন দিন ছোট বড় বয়সের মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ রোবট রিবা। যে কিনা মানুষের মতো আচরণ করিতে পারে। যেমন:মানুষের মতো চোখের পলক ফেলতে পারে,মানুষের মতো কথা বলার সময় মুখ নাড়াতে পারে, এমনকি মাথা ঘুড়িয়ে ঘুড়িয়ে সবাইকে দেখতে পারে। এবং রোবট রিবা মানুষের মতো বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন ভাষাতেই কথা বলতে পারে। শুধু তাই নয়, রিবা বলতে পারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর নাম সহ যে কোন প্রশ্নের উত্তর দিতে পারে। এমন কি রোবট রিবার সামনে কোন লোক আসলে রোবটটি তাকে অটোমেটিক সালাম দিয়ে তার সাথে হ্যান্ডশেক করিতে পারে এবং তার পাশাপাশি রোবট রিবা তাকে অটোমেটিক বাংলা ভাষায় জিজ্ঞাসা করে “স্যার আপনি কেমন আছেন “। রোবট রিবার কাজের বৈশিষ্ট্য : ১.রোবট রিবা পরিবেশ বান্ধব রোবট। যে কিনা সূর্যের আলো থেকে সোলারের মাধ্যমে নিজে নিজে চার্জ করে নিতে পারে। তাতে রোবটটি ব্যবহার করিতে কোন প্রকার খরচ হয় না। ২.এমন কি বাসা- বাড়িতে, অফিস- আদালতে, শিল্প- কারখানার যেকোনো নির্দিষ্ট স্থানে যদি রোবট রিবাকে রাখা হয়,তাহলে সেখানে যদি আগুন লাগে, রোবট রিবা একজন মানুষের মতো আশেপাশের লোকজন কে আগুন নিয়ন্ত্রণের জন্য বাংলা ভাষায় ডাকবে।তাহলে দেখা যাবে কি আগুন দূরত্ব ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসা যাবে,।তখন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না এবং এলাম বাজিয়ে সতর্ক করে দিতে পারবে।তার পাশাপাশি ফায়ার সার্ভিসের অফিসে কল দিবে। ৩.রোবট রিবা মেডিকেল সেবা দিতে পারে।যেমন :শরীরের তাপমাত্রা সেন্সরের মাধ্যমে অটোমেটিক পরীক্ষা করে বলে দিতে পারে। এবং সেই তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস তা ডিসপ্লেতে দেখাতে পারে । এমনকি শরীরের ব্লাড প্রেসার পরীক্ষা করে বলে দিতে পারে ব্লাড প্রেসার হাই না লো।হাত জীবাণুমুক্ত করার জন্য রোবটটি অপচয় ছাড়া পরিমাণ মতো অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার করে দিতে পারে। ৪.রোবটটি একজন ডাক্তার, শিক্ষক ও কৃষকের পরামর্শ হিসেবে ব্যবহার করা যাবে। এবং ব্যক্তিগত সহকারী এর মতো বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করিতে পারবে। এবং শিশুদের বিনোদন দিতে পারে। ৫.বাসা-বাড়িতে গ্যাস লিকেজ হলে এলার্ম বাজিয়ে সতর্ক করে দিতে পারে।

Most Popular

Recent Comments