রাবি প্রতিনিধি
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পাঠ্যপুস্তকে আদিবাসীদের গ্রাফিতি পুনঃস্থাপন করাসহ পুলিশ ও সন্ত্রাসী কর্তৃক আদিবাসী শিক্ষার্থীদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে সংক্ষুব্ধ ছাত্র-জনতা কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব দাবি জানান।
সমাবেশ থেকে আন্দোলনকারী একটা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে ফিরে এসে পুনরায় মিলিত হয়।
এসময় তারা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো ’, ‘লড়াই হবে সমান তালে- পাহাড় কিংবা সমতলে’, ‘অধিকার আদায়ের সংগ্রাম, চলবে চলবে’, ’আমার ভাইকে মারলো কেন- রাষ্ট্র তোমার জবাব চাই’, ‘তুমি কে আমি কে, আদিবাসী আদিবাসী’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকে ৷
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার আলিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদিবাসী শিক্ষার্থী সমিতির রাবি শাখার সাধারণ সম্পাদক হেমন্ত টুডু।
হেমন্ত বলেন, আমাদের ইতিহাস দেখলেই বুঝতে পারবেন যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে এই ভূমিতে নির্যাতিত ও নিষ্পেষিত৷ আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি বলে অবজ্ঞা করায় আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি৷ সামান্য একটি গ্রাফিতি দেখেও একশ্রেণির লোক নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ দেশের সংখ্যা গরিষ্ঠরা কেন আমাদের মতো ছোট একটা গোষ্ঠীকে ভয় পায়? আদিবাসী সমাজ এখন জেগে উঠেছে৷ অধিকার না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
আদিবাসীদের অধিকারের প্রতি অবজ্ঞা এবং পাঠ্যপুস্তক থেকে আদিবাসী গ্রাফিতি মুছে ফেলার কঠোর সমালোচনা করে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা বলেন, চল্লিশ হাজার বছরের মানব ইতিহাসে বাংলাদেশে বসবাসের ঐতিহ্য রয়েছে, যা অস্বীকার করা যায় না। এই গ্রাফিতি আন্দোলনকারী শিক্ষার্থীরা তৈরি করেনি। কিন্তু এই গ্রাফিতি কেন পাঠ্যপুস্তকে ছাপানোর পর আবার সেটা মুছে ফেলে আদিবাসীদের প্রতি অবিচার করা হলো সেটা প্রশ্নসাপেক্ষ বিষয়৷
তিনি বলেন , যারা আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না৷ কোনো গোষ্ঠী বা অংশকে বাদ দিয়ে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়৷ বর্তমান সরকার যদি এই চেতনাকে ব্যর্থতায় পর্যবসিত করে, তাহলে তাদেরকে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে৷
তাছাড়াও সমাবেশে বিভিন্ন সংগঠনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়