আবদুল্লাহ আল মামুন:
“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে এই জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেনী জেলা প্রশাসক ওজেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কমান্ডার মো: মাহাবুবুর রহমান পিএএমএস, পিভিএমএস।স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান বিভিএমএস, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাকলাইন আহসান ও এনএসআই ফেনীর উপ পরিচালক শাহ আরমান আহমেদ। এছাড়াও ভিডিপি দলনেতা আবু হাসান ও নজরুল ইসলাম বক্তব্য দেন। এসময় সাংবাদিক, জেলার বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা, জেলার ৬ উপজেলার প্রায় ৪০০ জন আনসার-ভিডিপি সদস্য সদস্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি মো: মাহাবুবুর রহমান বলেন, আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি সর্ববৃহত সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা ও জন নিরাপত্তায় যেমন অবদান রাখছেন, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে দেশের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে এ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২৪ এর গনঅভ্যুত্থান অর্থাৎ ৫ আগষ্ট পরবর্তী দেশের উদ্ভূত পরিস্থিতিতে থানায় হামলার পর অরক্ষিত হয়ে পড়া থানাগুলোর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বেও এ বাহিনীকে দেয়া হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা, গৃহ নির্মাণ, নির্মাণ সামগ্রী বিতরণ, ধানের চারা বিতরণসহ যেকোনো দুর্যোগে বাহিনী সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আনসার ভিডিপি সদস্যরা দেশপ্রেমের সঙ্গে নিষ্ঠা ও সততা নিয়ে দায়িত্ব পালন করে। বাহিনীর সদস্যরা দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ নির্মূলে কাজ করে যাচ্ছে। গ্রাম বাংলার আনাচে কানাচে এই বাহিনীর সদস্যরা ছড়িয়ে আছেন। তাদের কর্মতৎপরতাই দেশের শান্তি, মঙ্গল ও কল্যাণ বয়ে আনতে পারে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইনশৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকান্ডের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছে। পরে, বিভিন্ন ক্ষেত্রে শান্তিশৃঙ্খলায় ভালো অবদান রাখায় আনসার ভিডিপি কর্মকর্তা,কর্মচারী ও সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানাগেছে, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে ১৪টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিন, ছাতা ৩০টি, বেডশীট ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। এর আগে জেলা সমাবেশের বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে এ সমাবেশের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন ফুলগাজী উপজেলা প্রশিক্ষক মোঃ কাউসার হামিদ ও ছাগলনাইয়া উপজেলা প্রশিক্ষিকা মাহমুদা আক্তার।