মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি
মানবতার ডাকে সারা দিয়ে একজাগ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি।
এটা একটি সেচ্ছাসেবী রক্তদান সংগঠন। আসুন রক্ত দেই জীবন চাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ, আপনার রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে এই স্লোগানকে সামনে রেখে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি পরিচালিত হচ্ছে। এই মহামারী করোনা ভাইরাসকে উপেক্ষ করে আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয় পৈকখালী বাজারে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়।
তখন শিক্ষার্থী ও এলাকার মানুষজন রক্তের গ্রুপ নির্ণয় করেন।তারা বলেন এ রকম সংগঠনের মাধ্যমে এখন হাজারো রোগীরা প্রয়োজনে রক্ত খুজে পাচ্ছে।এবং রক্তের গ্রুপ ও যেনে নিতে পারছে।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পরিচালক ফয়সাল, সাংবাদিক ফেরদৌস মোল্লা, শামীম হাওলাদার সহ আরো অনেকে।
সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পরিচালক ফেরদৌস মোল্লা বলেন আমারা এই মানবকল্যানে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।এবং সারা জীবন এই মানবতার কাজ করে যাবো ইনশাআল্লাহ, এই সংগঠনের প্রতিটি সদস্যরা তারা এক মত হলো তারা সারা জীবন মানুষের পাসে থাকতে চায়,মানুষের সেবা করতে চায়,পরিশেষে বলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের জন্য দোয়া ও শুভ কামনা করছি।