শফিকুল ইসলাম (এমএ)
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র দ্রুত সুস্থতা ও আশু রােগ মুক্তি কামনায় আগৈলঝাড়া উপজেলর রাজিহার বাজার কেন্দ্রিয় নূর মসজিদ সহ বিভিন্ন মসজিদে বুধবার বাদ মাগরিব বিশেষ দােয়া ও মােনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ মঙ্গলবার রাত নয়টার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পরলে তাকে তাৎক্ষনিক ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব মা. খায়রুল বাশার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আকস্মিক তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়ছেন তিনি স্ট্রােক করেছেন, হার্টের সমস্যার কারনে ইতিমধ্যে তার হার্টে দুইটা রিং পড়ানো হয়েছে অবস্থা একটু ভাল। পরীক্ষায় তার করােনা নেগটিভ রিপাের্ট এসেছে। হাসপাতালের আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক মনিটরিং করেছেন চিকিৎসকরা। বর্তমান তার আশু রােগ মুক্তি কামনায় সকলের কাছে দােয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার বাজার কেন্দিয় নূর মসজিদ সহ একাধিক মসজিদে দােয়া-মোনাজাতের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন পান্নু সহ মুসুল্লিরা। দােয়া ও মিলাদ পরিচালনা করেন থানা মসজিদের ইমাম সাহেব।