25.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeকমিটিআবৃত্তি ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন।

আবৃত্তি ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন।

আবৃত্তি চর্চায় বিবেক জাগাবো এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বিকেলে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে আবৃত্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারনে অনুমতি না মেলায় অনলাইনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।আবৃত্তি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীগণ-গাজী টিভির সাংবাদিক,কবি-লেখক,সালাম ফারুক,সাংস্কৃতি ব্যক্তিত্ব ও সংগঠক মিতু,কবি-লেখক ডাঃসম্ভু নাথ চাকমা, আবৃত্তি শিল্পী ও ভিসিটির সাবেক সভাপতি রিপন চৌধুরী আপন,কবি,লেখক হুমায়ুন কবীর,ভিসিটির সহ-সভাপতি এস এম রুবেল,লেখক ও গবেষক ডাঃআতিকুল ইসলাম।
আবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হন এস এম সোহাইবুল ইসলাম,সহ-সভাপতি আক্কাস আল মাহমুদ,সাধারন সম্পাদক আঁখি সরকার রাই,সাংগঠনিক সম্পাদক শ্রাবনী আক্তার। আবৃত্তি পরিষদের ১৫ সদস্যবিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।অর্থ সম্পাদক পদে সুজন মজুমদার,দপ্তর সম্পাদক পদে আবুবকর ছিদ্দীক,প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান,সাংস্কৃতিক সম্পাদক পদে পূজা রায়,ও কার্যকরী সদস্য পদে,ইফরানা আহসান আঁখি,সেতু বিনতে সীরাজ,ফজলুল করীম প্রান্ত,মুনতাসির মামুন।

Most Popular

Recent Comments