আমতলী প্রতিনিধিঃ- ইউকেএইডের এর অর্থায়নে ,কনসার্নওয়ার্ল্ডওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিজাবেলড রিহাবিলিয়াশন এন্ড রিসার্চ এ্যাসোশিয়েশন( ডিআরআরএ) ব্যবস্থাপনায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় প্রতিবন্ধী স্ব- সংগঠনের (ডিপিও) সদস্যদের কোভিড -১৯ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। আজ ২২শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ টায় আমতলী ডাকবাংলোর হলরুমে কলাপাড়া ও আমতলী উপজেলার ডিপিও মেম্বরদের নিয়ে ১ দিনের প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন করা হয়। উক্ত কোভিড ১৯ বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান ইমরান,(ডিআইসিবিএম) ইএইচডি প্রকল্প, মো. মিজানুর রহমান, ডিজাবিলিটি ইনক্লুশন অফিসার( ডিআইও), মো. সোহেল রানা,ডিজাবিলিটি ইনক্লুশন অফিসার, ( ডিআইও) আমতলী। প্রশিক্ষণে মাহমুদুল হাসান ইমরান ডিআইসিবিএম-ইএইচডি প্রকল্প, পুরো ট্রেনিং শেষন পরিচালনা করেছেন।এই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে প্রতিবন্ধীরা নিজে ও নিজের পরিবারের স্বাস্থ্য দক্ষতা বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনতে সহায়ক ভুমিকা রাখবে। উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে ইউকেএইডের এর অর্থায়নে এসেনসিয়াল হেলথকেয়ার ফর ডিজএ্যাউভানটেজ পিপলস,(ইএইচডি) বরিশাল বিভাগের ৩টি এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করছে।