13.4 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeকলাপাড়াআলী হায়দার আহবায়ক, রাসেল সদস্য সচিব, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন।

আলী হায়দার আহবায়ক, রাসেল সদস্য সচিব, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন।

নিজস্ব প্রতিবেদকঃ-
আলি হায়দার শেখ-কে আহ্বায়ক এবং রেদওয়ানুল ইসলাম রাসেলকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুয়াকাটা পৌরসভা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (২২/০৫/২০২১) স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মশিউর রহমান মিলন এবং সাধারান সম্পাদক এনায়েত হোসেন মোহনের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির বাকি সদস্যারা হলেনঃ-
যুগ্ম আহবায়ক-
ছোবাহান হোসেন রাজু,মনির পহলান,মেহেদি হাসান সোহাগ,হেমায়েত ফারুক হাওলাদার,সোলায়মান বিশ্বাস,সোহাগ হাওলাদার,রুবেল,আবুল কালাম মল্লিক,সাইদুল ইসলাম,
সদস্য –
ফজলু খান,এস এম আলমাস,আলি হোসেন,শাহীন গাজী,জয়নাল আবেদীন,এইচ এম রনি,সাইফুল ইসলাম খলিফা,সোলায়মান,আবু হানিফ,হাসান বুড়া,মাকসুদুর রহমান,সোহাগ ফকির,বশির আহমেদ,রিপন মিয়া,বেল্লাহ হোসেন,মিজান,ইয়াসিন,আলী মোল্লা,সাইফুল,সানি খান।

Most Popular

Recent Comments