25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসম্পাদকীয়আশরাফুলে স্বপ্নপূরণ!!

আশরাফুলে স্বপ্নপূরণ!!

রাকিবুল হাসান তানজিলঃ

স্বপ্ন ছোঁয়ার গল্প!

আমি আমার পরিবারের পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি Mohammed Ashraful! ছোট বেলায়(২০০২-২০০৩ সালে) নিজের সাদা টিশার্টে কলম দিয়ে আশরাফুল নাম লিখে ক্রিকেট খেলতে যেতাম। বিশ্ব ক্রিকেট বলতে আমি শুধু আশরাফুলকেই বুঝতাম। বাংলাদেশ ক্রিকেটের প্রথম স্টার তিনি। ইংল্যান্ড এবং পাকিস্তান ব্যতিত বিশ্ব ক্রিকেটের সব টিমকে প্রথমবার হারানোর নায়কও ছিলেন তিনি। সেই ছোট বেলা থেকে ওনাকে সামনে থেকে দেখার একটা সাধ মনের মধ্যে লালন করে আসছি। ২০১২ সালে স্টেডিয়ামে গিয়ে ঢাকা গ্লাডিয়েটরস বনাম চিটাগং কিংস এর খেলাও দেখেছি। কিন্তু কাছ থেকে দেখা হয় নি তাকে। ছুঁয়ে দেখা হয় নি তাকে। বিশ্বাস ছিলো একদিন কাছ থেকে দেখবো।কথা বলবো, ছুঁয়ে দেখবো তাকে!দিন পনেরো আগেও আমার কাছের একটা মনুষের সাথে এই ব্যাপারে কথা বলছিলাম।মানুষ মন থেকে যেটা চায় আল্লাহ নাকি সেটা দেরিতে হলেও পূরণ করেন।

আজ সকাল বেলা ঘুম থেকে উঠে ফেজবুকে ঢোকার সাথে সাথেই নিউজ ফিডে ভেসে আসছে Mohammed Ashraful একটা পোস্ট ” After 8 months flying to Barisal for Easy fashion Ltd opening 49 shop”।
আশরাফুল বরিশালে আসবে আর আমি যাবো না সেটা হতে পারে না। চলে গেলাম ইজি শো-রুমে সবার আগে। ক্যাশ কাউন্টারের একদম সামনেই বসেছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি আমার ঠিক সামনেই বসলেন। মন ভারে দেখলাম।হাতে হাত মিলালাম। ছুঁয়ে দেখার স্বপ্ন সত্যি হলো।💙
পুরো একটা ঘন্টা তার সামনে বসেছিলাম। পুরোটা সময় কেটেছে ঘোরের ভিতর। ইশ যদি আরো সময় থাকতে পারতাম! যদি আমার ছোটবেলার আশরাফুল হতে চাওয়ার কথা বলতে পারতাম! নিশ্চয়ই ভবিষ্যতে হয়তো আবার দেখা হবে। আরো কাছ থেকে দেখবো। কথা বলার সুযোগ হবে। আপাতত যা হয়েছে তাতেই বা কম কিসে!

ভালো থাকবেন প্রিয় আশরাফুল। ভালোবাসা সব সময়!

মোঃ আশরাফু, ছবিঃঃ রাকিবুল হাসান তানজিল

Most Popular

Recent Comments