19.6 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeশুভেচ্ছা বার্তাইংরেজি নতুন বছর ২০২১ সালের শুভেচ্ছা জানিয়েছেন, মনিরুল ইসলাম মনি মোল্লা

ইংরেজি নতুন বছর ২০২১ সালের শুভেচ্ছা জানিয়েছেন, মনিরুল ইসলাম মনি মোল্লা

ইংরেজি বছর ২০২১ সালে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর জেলার কৃতি সন্তান ঢাকা কলেজের মেধাবী ছাত্র নেতা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনি মোল্লা শুভেচ্ছা বার্তায় মনিরুল ইসলাম মনি মোল্লা বলেনঃ-প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের এ জীবন, এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। ২০২০ সালটি আমাদের মাঝে এসেছিলো পৃথিবী জুরে এক মহামারী পরিস্থিতি নিয়ে। আর মাএ কয়েক মিনিট বাকী আসছে, ২০২১ সাল সেই মহামারী দুর করে পৃথিবীর বুকে নিয়ে আসুক এক শান্তিপুর্ন বছর।চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার।আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার দেখার,জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই, স্বপ্ন দেখি নতুন দিনের।প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূত অভিমান,সংশয়,দুঃখ, বেদনা,ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার,আমাদের সবাইকে।২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয় আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে-২০২১ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও নবগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং একই সাথে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

Most Popular

Recent Comments