আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তার তানিয়ার সফলতার এক বছর পূর্ণ হওয়ায় উপজেলা পরিষদ দপ্তরের কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত শনিবার বিকেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া গত ১৪ অক্টোবর ২০২০ সালে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) সফলতার এক বছর পূর্ণ হয়েছে।
ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে দাগনভূঞা উপজেলার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।