25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeকোভিড ১৯ইউজিডিপি প্রকল্পের আওতায় দাগনভূঞায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও সেবার মান বৃদ্ধিমূলক...

ইউজিডিপি প্রকল্পের আওতায় দাগনভূঞায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও সেবার মান বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু

আবদুল্লাহ আল মামুন:
কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ সচেতনতা ও সেবারমান বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় ৪দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জুলফিকার হাসান বাপ্পীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। আরও বক্তব্য রাখেন ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণের ১ম ব্যাচ ও দ্বিতীয় ব্যাচে মোট ৬২ জন উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করছেন।

Most Popular

Recent Comments