মোহা. রতন মিয়া,
রংপুর জেলা সংবাদদাতাঃ
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি বিজয় ছিনিয়ে আনেন ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। পাকিস্তানি রাক্ষস শাসকের অবসান ঘটিয়ে অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বলে নতুন এক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে৷
তাই সেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে একবিন্দুও পিছিয়ে নেই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউপি’র চেয়ারম্যান ও বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহ্। তিনি বিজয় দিবসের শুভেচ্ছা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়েছেন।
চেয়ারম্যান বলেন, মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এবং ১৬ই ডিসেম্বরের মহান বিজয়। সেই অর্জিত বিজয়ই আমাদের জন্য এনে দিয়েছে অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের বছরে আমরা উজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। পরিশেষে তিনি মহান বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।