17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeশোক সংবাদইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষের মৃত্যুতে জিয়াউল আহসান গাজীর শোক

ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষের মৃত্যুতে জিয়াউল আহসান গাজীর শোক

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
ইন্দুরকানী সরকরি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামিলীগ সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান শিকদারের অকাল মৃত্যুতে গভির শোক জানিয়েছেন, পিরোজপুর জেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।উল্লেখ্য মরহুম মনিরুজ্জান শিকদার গত১২ ডিসেম্বর শনিবার বিকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে ইন্তেকাল করেণ (ইন্নালিল্লা…………..রাজেউন)।

মৃত্যুকালে তার বয়ষ হয়ে ছিল ৫৫ বছর। তিনি মৃত্রূকালে স্ত্রী,এক ছেলে ও দুইমেয়ে সহ অসংখ গুনাগ্রহী রেখে গেছেন। জিয়াউল আহসান গাজী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং শোকাগ্রাস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর কাছে মোকার্ত পরিবারের জন্য দোয়া করেণ । মহান রাব্বুল আলামিন যেন তাদের এই শোক কাটিয়ে উঠার তৈৗফিক দেন।

Most Popular

Recent Comments