39.1 C
Bangladesh
Saturday, March 29, 2025
spot_imgspot_img
Homeইদঈদ মিছিলের দাবীতে মানিকগঞ্জে ডিসির কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি।

ঈদ মিছিলের দাবীতে মানিকগঞ্জে ডিসির কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি।

পবিত্র ঈদুল ফিতরে মানিকগঞ্জ জেলা থেকে প্রশাসনের উদ্যোগে ঈদ মিছিল আয়োজনের দাবীতে মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মানিকগঞ্জের শিক্ষার্থীরা।

আজ সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা এর কার্যালয়ে তার নিকট এই স্মারকলিপি প্রদান করেন জুলাই আন্দোলনে মানিকগঞ্জের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাইয়েদু্জ্জামান নূর আলভীর নেতৃত্বে মানিকগঞ্জের অনান্য শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী ও মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন।

শিক্ষার্থীদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন মোঃ রোমান হোসোন, মুহতাদ আল গালিব, মুনতাসির রহমান, আব্দুল্লাহ আল রাজু, সাইদুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, তামজিদ হাসান সহ অনেকে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাইয়েদু্জ্জামান নূর আলভী বলেন, ঈদ মিছিল উপমহাদেশ ও বাংলা অঞ্চলের প্রাচীন একটি মুসলিম ঐতিহ্য। সুলতানি আমল, মুঘল আমল, এমনকি ইংরেজ শাসনামলেও ঢাকায় ঈদের দিন ঈদ মিছিল বের হতো। কিন্তু আধুনিকতা ও কালের পরিক্রমায় আমাদের তাহযিব ও তামাদ্দুনকে হারিয়ে আমাদের অঞ্চল থেকে ঈদ মিছিল প্রায় বিলুপ্ত। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে সরকারিভাবে ঈদ মিছিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলা থেকে প্রশাসনের উদ্যোগে ঈদ মিছিল আয়োজনের জন্য আমরা এই দাবী জানিয়েছি।

Most Popular

Recent Comments