ধুক! ধুক! অপরাধ – ধরফর ব্যাথা
সারণীর লেক পাড়ে জড়তা অযথা।
কোলে ঘুম, চোখে ফাস,
অজানের দূরাভাস,
আবার কাঁদে আকাশ, ঝড়ে যায় পাতা,
কলনীর ডাস্টবিনে সড়কের মাথা।
পলকের তারাবাতি ফাঁপা ভাঙা ঘরে,
ভেজা চুল লেগে আছে মাটির চাদরে।
বাসা বাধে দাড়কাক,
ঠোঁটে তার চেনা দাগ।
পিষে যায় শাহবাগ বোনের আদরে,
মাসকাটা জাদুকর মরে যায় জ্বরে।
গ্রীন বেড়ে, সবুজাভ — নানা তড়িঘড়ি,
সুইসাইড….. লাশ নেই…. শীতে কাপে দড়ি।
পারদের লাল চোখ,
ছুয়েছে যে নাবালক,
পৃথীবির মৃদু শোক, নেশা, আহাজারি,
পায়নি যে নাবালক সাদা তরবারি।