24.8 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকএকদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ১১২ জন এবং শনাক্ত ৪,২৭১ জন।

একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ১১২ জন এবং শনাক্ত ৪,২৭১ জন।

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাস টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৯৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪ হাজার ২৭১ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৫২ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। দেশে এপর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।

Most Popular

Recent Comments