12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠএক নজরে শাহরিয়ার নাফীসের টেস্ট দল

এক নজরে শাহরিয়ার নাফীসের টেস্ট দল

১১ জনের দলে ৭ প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের সাথে ৪ স্পেশালিস্ট বোলার। দুজন করে বাঁহাতি স্পিনার ও দ্রুতগতির পেসার। শাহরিয়ার নাফীস মনে করেন, এটাই দেশে ও দেশের বাইরে বেস্ট টেস্ট বোলিং কম্বিনেশন। সাথে রিয়াদ অফস্পিনিং অপশন।শাহরিয়ারের দলে ওপেনিংয়ে আছেন-দুই বাঁহাতি তামিম ইকবাল আর ইমরুল কায়েস। তিন নম্বরে মুমিনুল হক। চারে হাবিবুল বাশার। পাঁচে সাকিব আল হাসান। ছয় নম্বরে মুশফিকুর রহীম। সাতে মাহমুদউল্লাহ রিয়াদ, আটে খালেদ মাসুদ পাইলট। নয় নম্বর মোহাম্মদ রফিক, দশ ঠিক শর্ত জুড়ে দেয়া বলা যায় না। তবে শাহরিয়ার নাফীস শুরুতেই বলে দিয়েছেন, ‘যেহেতু আমি দল সাজিয়েছি, তাই নিজেকে রাখাটা ভালো দেখায় না। সেজন্যই আমার সাজানো দলে আমাকে বাইরে রেখেছি।’

এক নজরে শাহরিয়ার নাফীসের টেস্ট দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, হাবিবুল বাশার (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেন রাজিব।

Most Popular

Recent Comments