17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeসহযোগিতাএগিয়ে আসুন অসহায় অসুস্থ রুহুল আমিন পাশে

এগিয়ে আসুন অসহায় অসুস্থ রুহুল আমিন পাশে

মোঃ রতন মিয়া, পীরগ

নিম্নমধ্যবিত্ত পরিবারের গৃহকর্তা মোঃ রুহুল আমিন (৫০) প্রায় দুই বছর ধরে পায়ে ঘা তা থেকে ইনফেকশন তারপর একটা পা কেটে ফেলা হয়েছে অসুস্থ রুহুল আমিনের।

বলছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোঃ হাসেন আলীর ১ম পুত্র মোঃ রুহুল আমিনের(৫০) কথা। গত দু-বছর আগে অন্য ১০ টি পরিবারের মতো ভালোই চলেছিল রুহুল আমিনের সংসার। একমাত্র আদরের মেয়ে কে নিয়ে তাদের ছিলো অনেক স্বপ্ন! কিন্তু তারা কি তখন জানতো বর্তমান এরূপ অবস্থার কথা! হয়তো বা জানতো না…!

রুহুল আমিনের বৃদ্ধ বাবা ও অসহায় স্ত্রী ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। বাকি চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন রোগমুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।

Most Popular

Recent Comments