আবদুল্লাহ আল মামুন:
‘দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন’ কুয়েত শাখার উদ্যোগে উপজেলার পৌর এলাকার আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রিয় প্রবাসী ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিমের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, প্যানেল মেয়র নূরুল হুদা সেলিম, কাউন্সিলর একরামুল হক, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইফতেখার শিবলু, অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, সদস্য আলা উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সদস্য জুলফিকার আলম সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও দেশের মঙ্গল কামনা ও এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী।