এস মন্ডল,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;ফুটবল বিশ^কাপের বাকী আর কয়েকদিন ফুটবল প্রেমীদেরউম্মাদনা বেড়েছে,বেড়েছে জার্সি আর পাতাকার বেচা-কেনাও
ব্রাজিল,আর্জেন্টিনা,ফ্রান্সস্পেন,জার্মানী কিংবা ইংল্যান্ডের মত হট ফ্যাবরিট দল গুলোর সমর্থক বেশি। তাদের সমর্থকদেরচাহিদা অনুযায়ী বাসাবাড়ী গুলোতে পতাকা উত্তোলনের প্রয়োজনে পতাকা ক্রেতা ও বিক্রেতাবড়েছে দিনাজপুরের ফুলবাড়ীতে। স্থানীয় পতাকা বিক্রেতাদের পাশাপাশি ঢাকা যাত্রাবাড়ীতেথেকেও আসছে পতাকা বিক্রেতা মোঃ রুবেল জানান, আমরা ৪জন পতাকা বিক্রয়ের উদ্দেশ্যে উত্তরাঞ্চলে এসেছি।জয়পুরহাট শেষ করে বিরামপুর হয়ে ফুলবাড়ীর ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পথে হেঁটে লাঠিতেপতাকা বেঁধে ঘুরে ঘুরে পতাকা বিক্রয় করছি। খেলায় অংশগ্রহনকারী বিভিন্ন দেশের প্রায়২৫০পিস পতাকা নিয়ে বেরিয়েছি আর কয়েকটা আছে। প্রকার ভেদে ৫০ টাকা থেকে ১০০টাকা দামেরপতাকা বিক্রয় করছি। আশানুরুপ বিক্রয় হয়েছে তিনি আরোও জানান,ফুলবাড়ীতে পতাকার চাহিদারয়েছে। আরো বেশ কয়েকদিন থেকে যাবেন ফুলবাড়ীতে। স্থানীয় দর্জিপাড়াতে পতাকা ও জার্সি তৈরীতে ব্যস্ত সময়পার করছেন কারিগররা। কাঁটাবাড়ী গ্রামের দর্জি ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, বিশ^কাপফুটবল আসলে পাড়া মহল্লায় সবাই তাদের বাড়ীতে তাদের নিজ নিজ সর্মথিত দেশের পতাকাউত্তালন করে সেকারনে পতাকা চাহিদা বেশি । এদিকে পতাকার পাশাপাশি চাহিদা অনুযায়ীবিভিন্ন ধরনের জার্সি ও ব্যাজ বানানোর কাজ করছেন কারিগররা। সরজমিনে ঘুরে দেখা যায় ফুলবাড়ী শহরের বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে ওড়ানোর জন্য পছন্দের দেশেরপতাকা সংগ্রহ করছেন ফুটবলপ্রেমীরা। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, চায়েরদোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন ফুটবলপ্রেমীরা।
—
Md.Harun