বেতাগী(বরগুনা), প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়।
কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন বেতাগী থানা পুলিশ। অনুষ্ঠানে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু স্বাগত বক্তব্য রাখেন।এসময়ে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মাকসুদুর রহমান ফোরকান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আ.রাজ্জাক খান, পৌর মেয়র এ.বি.এম গোলাম কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব সিকদার ও রেজাউল করিম ফারুক সিকদার, বেতাগী পৌর আওয়ামীলীগের সভাপতি মো.বাবুল আকতার,সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না,বেতাগী থানার ইন্সপেক্টর(তদন্ত) আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি বি.এম আদনান খালিদ মিথুন,বেতাগী পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীববৃন্দ।