19 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeইচ্ছেঘুরি● সকল খুশি হোক চুপটি করে, কেবল বাবা-মাকেই ঘিরে।

● সকল খুশি হোক চুপটি করে, কেবল বাবা-মাকেই ঘিরে।

World Fathers Day.

ঐন্দ্রজালিক

(শেখ সিফাত)

●Dedicated by respectable fathers.
.
● নীলিমা জ্বলে জ্বলন,
হিমানিতে মুগ্ধ কানন,
বাবা-মায়ের সোহাগ অাজীবন।
● ধরা অাজ চেয়ে দেখে,
খুশিতে মুগ্ধ হাসে,
বলে, ‘ধরে রেখ বাবা-মায়েরই অাচল’।
● অাহা কোন তত্ত্ব!
এ তো এক সত্য,
মা তো করেছিলো গর্ভে ধারন।
● যতটুকু অাবদার,
বাবা মেনেছিলো ততবার,
তুমি তো বলেছিলে শতবার!
● নিকেতনে বন্দি,
তুমি খুজেছিলে ফন্দি,
চায়নিতো বাবা অসৎ সন্ধি।

পথ বাতলে দেয়ার অদম্য প্রায়াস

● এ তো নীরেট সত্য,
ভালোবাসা নীরন্ধ্র,
চায়নিতো মন্দ।
● বেদনা সব সয়,
ভেঙে পড়ে কান্নায়,
কে অাছে সান্তনা দেয়?
● এরপরেও বলে,
‘বুকে অায় মানিক’,
মনে হয় ঐন্দ্রজালিক।
● সকল কনজুশি ছিড়ে,
ওরে ওভাগা
ধরোনা শক্ত করে!
ছেড় না বাবা-মায়েরই অাচল।
● সকল খুশি হোক চুপটি করে,
কেবল বাবা-মাকেই ঘিরে।
.
Best wishes to you Fathers.

Most Popular

Recent Comments