26.3 C
Bangladesh
Saturday, November 16, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠওয়ানডের মূল স্কোয়াডে থাকছেন কারা?

ওয়ানডের মূল স্কোয়াডে থাকছেন কারা?

আগেই জানা, শনিবার (১৬ জানুয়ারি) ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের জন্য ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড। গত ৪ জানুয়ারি ২৪ খেলোয়াড়কে নিয়ে ঘোষণা করা হয়েছিল প্রাথমিক স্কোয়াড। ইনজুরির কারণে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। ফলে প্রাথমিক স্কোয়াডটি এখন হয়ে গেছে ২৩ জনের।

সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়ে মূল স্কোয়াডটি হবে ১৮ জনের, এ কথা আগেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কিন্তু প্রশ্ন হল, দল ঘোষণা হবে কখন? যেহেতু আজ বিকেএসপিতে চলছে নিজেদের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, সেই ম্যাচ দেখে তারপর? নাকি আগেই?

আজ (শনিবার) সকালে এমন প্রশ্নের মুখোমুখি মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, তারা দল চূড়ান্ত করে ফেলেছেন। এখন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনের অনুমোদন পেলে দুপুরের মধ্যেই ঘোষণা করে দেয়া হবে এই স্কোয়াড। পরে বিকেএসপি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

তামিম ইকবাল অধিনায়ক। এছাড়া দলের অটোমেটিক চয়েজ লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমানরা। স্কোয়াডের বাকি আটজন কারা, সেটি নিয়েই এখন যত গুঞ্জন।

উল্লিখিত দশজনের বাইরে মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আফিফ হোসেন ধ্রুবদের জায়গাও পাকা বলা চলে। দুই তরুণ পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ সাম্প্রতিক সময়ের প্রমাণ করেছেন নিজেদের সামর্থ্য। যেহেতু ছয়জন পেসার রাখা হবে স্কোয়াডে, তাই এ দুজনের অন্তর্ভুক্তিও প্রায় নিশ্চিত।

তবে নির্বাচকদের ভাবতে হচ্ছে, আরেক গতিময় পেসার তাসকিন আহমেদকে নিয়ে। বাম হাতের ইনজুরিতে পড়া তাসকিন খেলেননি প্রথম প্রস্তুতি ম্যাচে। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেললেও, ইনজুরি ঝুঁকির কথা মাথায় রেখে ফিল্ডিং করবেন না তিনি। ফলে তাসকিনকে নিয়ে একপ্রকার অনিশ্চয়তা রয়েই গেছে। ফিজিওর সবুজ সংকেত পেলে তিনি নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকছেন।

মেহেদি মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব থাকায় মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদি হাসানের মধ্যে যেকোনো একজনকে হয়তো দেখা যাবে স্কোয়াডে। কিংবা বাঁহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদকেও বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। এছাড়া টপঅর্ডারে মোহাম্মদ নাইম শেখ ও ইয়াসির আলি রাব্বির যেকোনো একজনকে দেখা যাবে ১৮ জনের দলে।

ওয়ানডে সিরিজে সম্ভাব্য স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত/শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

সূত্রঃ জাগো নিউজ

Most Popular

Recent Comments