21.4 C
Bangladesh
Thursday, November 21, 2024
spot_imgspot_img
Homeকরোনা সচেতনণতাকঠোর লগডাউনের ২য় দিনে কলাপাড়ায় ১৩ জনকে অর্থদণ্ড।

কঠোর লগডাউনের ২য় দিনে কলাপাড়ায় ১৩ জনকে অর্থদণ্ড।

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :

মহামারি করোনার প্রকোপরোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ২য় দিনেও পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল টিম দেখা গেছে।

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে।

অবাধ চলাচলরোধে ও দোকানপাট খোলা রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে আজ শুক্রবার লগডাউনের ২য় দিন সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ জনকে ৭ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোঃশহীদুল হক।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃশহীদুল হক জানান, সর্বাত্মক লকডাউনের ২য় দিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জসহ সবাই একযোগে মাঠে নেমেছি এবং সেনাবাহিনী ও বিজিবির টহল অব্যাহত রয়েছে । এসময় অকারণে রাস্তাঘাটে নামার কারণে পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি মাছ বাজার ও সবজি বাজার কে উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করা হচ্ছে।

Most Popular

Recent Comments