19.1 C
Bangladesh
Friday, January 24, 2025
spot_imgspot_img
HomeUncategorizedকবিতা

কবিতা

সফলতা

রচিয়তা
মোঃ হিমন হোসেন তুফান

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আমার জীবনের আমিই নায়ক
অদৃশ্য হয়ে আছে আমার নায়িকা,
সফলতা যদি আসে মোর জীবনে তাহলে আর তো কিছুই চাহিনা।

সফলতা ধরা দিবে তাকে
সাফল্য খুঁজে বেড়ায় যে,
আসবে সাফল্য তখনই
সত্য আর ন্যায়ের পথে
লড়াই করবে তুমি যখনি।

বিনা সংগ্রামে সফল হয়নি
আজ অবদি কেউ,
সফল ব্যক্তিদের জীবনে এসেছিল মহাপ্রলয়ের ঢেউ।

প্রভুর কাছে করি আমি এই প্রার্থনা সফলতা যেন আসে মোর এই কামনা
সেইদিন যে কত দূরে,
পারি নাই তো দেখা
নিত্য নিত্য কবিতা তাইত আমার লেখা
সত্য আর ন্যায়ের পথে থেকে যদি
তুমি করে যাও লড়াই
সফলতা আসবেই একদিন, কিন্তু করা যাবে না কোনো বড়াই।

Most Popular

Recent Comments