15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়করোনা আক্রান্তের সংখ্যা ১লক্ষ ছাড়ালো।

করোনা আক্রান্তের সংখ্যা ১লক্ষ ছাড়ালো।

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১,৩৪৩ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৩,৮০৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১,০২,২৯২ জন।

মৃত্যু হওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন।

গত চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে হয়েছে ১৭,৩৪৯টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৬,২৫৯টি। মোট নমুনা পরীক্ষা ৫,৬৭,৫০৩টি।

পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় আরো ১,৯৭৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০,১৬৪ জনে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ।

Most Popular

Recent Comments