ফারদিন মোহাম্মদ, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা সহ ৬ টি ইউনিয়নে ৭০০ হেক্টরের বেশি জমিতে ফুল চাষ করেন এই এলাকার কৃষকেরা। যার বার্ষিক বাজারমূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা। এই এলাকার ফুল দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে দেশের বাইরে। কিন্তু সম্প্রতি করোনার এই মহামারিতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
বাংলাদেশে বছরে প্রায় ১৬শ থেকে ১৭শ কোটি টাকার ফুল বিক্রি হয়। এর মধ্যে বৃহত্তর যশোরের ফুলের রাজ্য খ্যাত গদখালী থেকেই ১২শ কোটি টাকার বেশি ফুল বিক্রি হয়।
ফুল মূলত সৌন্দর্য স্নিগ্ধতা ও পবিত্রতার প্রতীক। জন্মদিন বিবাহ গৃহসজ্জা ছাড়াও ফুল বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। কিন্তু দেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ফুল চাষিরা। প্রায় ৩ থেকে ৪ মাস ধরে তারা ফুল বিক্রি করতে পারছে না। এসব এলাকায় গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, গ্ল্যাডিওলাস, ডেইজ জিপসি, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়। ফুল চাষীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুল ব্যবসায়ীরাও। করোনা ভাইরাসের কারণে একদিকে যেমন চাষিরা ফুল বিক্রি করতে পারছে না, আবার অন্যদিকে তারা ক্ষেতে ফুল রাখতেও পারছে না। এই এলাকার মানুষেরা এখন এই বিষয় নিয়েই চিন্তিত যে, “এই ক্ষতি কোন জায়গায় গিয়ে ঠেকবে এবং পরিস্থিতি কবে স্বাভাবিকতা রূপ দেবে?”